ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

সিঙ্গাপুরে মোট ৫৭৬৮৫ জন করোনায় আক্রান্ত

ওমর ফারুকী শিপন | প্রকাশিত: ০২:১৭ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২০

সিঙ্গাপুরে আজকে নতুন করে ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট ৫৭৬৮৫ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে।

শনিবার আক্রান্তদের মধ্যে কোনো সিঙ্গাপুরিয়ান নেই। একজন ওয়ার্কপাশ হোল্ডার রয়েছে, ডরমেটরির বাইরে বাস করেন। ৫ জন বিদেশফেরত যারা স্টেহোম নোটিশে ছিলেন। বাকি সবাই ওয়ার্কপাশ হোল্ডার যারা ডরমেটরিতে থাকেন।

করোনাভাইরাস আক্রান্ত হয়ে ২৫ সেপ্টেম্বর ৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। সিঙ্গাপুরে এই পর্যন্ত মোট ৫৭৩৪১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সিঙ্গাপুরে ২৭ জনের মৃত্যু হয়েছে।

২৯ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। ২৬৮ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

এমআরএম/এমএস