ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

নতুন বিধি-নিষেধের আওতায় পর্তুগাল

মো. রাসেল আহম্মেদ | প্রকাশিত: ০৫:০৬ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২০

পর্তুগালে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ১৫ সেপ্টেম্বর থেকে দেশটিতে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই বিধি নিষেধের আওতায় সবধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।

তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে যেমন- রেস্টুরেন্ট, ক্যাফেবার রাত ১১টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে রাত ৮টার পর অ্যালকোহল বিক্রি করতে পারবে না। এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে দেশটির সিটি কর্পোরেশন ও পৌরসভা।

এছাড়া ১০ জনের বেশি একসঙ্গে জড়ো হতে পারবে না। পাশাপাশি শপিংমলে ৪ জনের বেশি একসেঙ্গ চলাচল করতে পারবে না। এছাড়া স্টেডিয়াম দর্শকবিহীন খেলা পরিচালনাসহ অনেক নতুন নিয়মাবলী যুক্ত হচ্ছে।

সবধরনের প্রতিষ্ঠানে (যা পূর্ব থেকে কার্যকর ছিল) প্রবেশ এবং রাস্তায় চলাচলেও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। মে মাসে লকডাউন শিথিল করা হলেও ছোট ও মাঝারি আকারের ব্যবসায়ীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল।

পর্তুগালের হোটেলগুলোতে রিজার্ভেশনের সংখ্যা ঊর্ধ্বমুখী ছিল কিন্তু নতুন করে আরোপিত নিষেধাজ্ঞায় পুনরায় ব্যবসায়িকভাবে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

এমআরএম