ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

ইতালির কাতানিয়াতে কনস্যুলেট সেবা

জমির হোসেন | প্রকাশিত: ০৪:৪৯ এএম, ২৬ আগস্ট ২০২০

ইতালির সিসিলির কাতানিয়াতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দুই দিনব্যাপী কনস্যুলেট সেবা দেয়া হয়েছে। গত শনি ও রোববার স্থানীয় এক হলরুমে দূতাবাসের প্রথম সচিব সালেহ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ সেবা দেন।

কনস্যুলেট সেবা নিতে সিসিলির বিভিন্ন প্রভিন্স থেকে ছুটে আসেন বাংলাদেশিরা। প্রবাসীরা নতুন পাসপোর্টের আবেদন পাসপোর্ট নবায়ন সার্টিফিকেটসহ যাবতীয় কনস্যুলেট সেবা গ্রহণ করেন।

দূতাবাসের প্রথম সচিব সালেহ আহমেদ বলেন, ‘আমরা এই দুইদিনে প্রায় সহস্রাধিক প্রবাসীকে সেবা দিয়েছি। আমাদের সেবা গ্রহণে কেউ যেন বঞ্চিত না হন সেদিকে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা ছিল’।

এমআরএম