পর্তুগালে করোনায় বাংলাদেশি শিশুর মৃত্যু
পর্তুগালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আয়েশা আহমেদ নামে ৪ মাস ২১ দিন বয়সী বাংলাদেশি শিশুর মৃত্য হয়েছে। শিশুটি প্রবাসী ব্যবসায়ী ফখরুল আহমেদ লিটন কাদেরীর একমাত্র মেয়ে। ১৮ আগস্ট পর্তুগালের স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে মারা যায়।
পরিবার সূত্রে জানা গেছে, চলতি মাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে কভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। পরে তাকে লিসবনের এস্তেফানিইয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ফখরুল আহমেদ তার মেয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
ফখরুল আহমেদ লিটন লিসবনে পর্যটন ব্যবসার সাথে জড়িত এবং পর্তুগালে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত। নিহত আয়েশার বাবার বাড়ি কুমিল্লার দাউদকান্দি থানার নিমসারে।
পর্তুগালে করোনায় আক্রান্ত হয়ে দ্বিতীয় কোনো প্রবাসীর মৃত্যু এবং একজন শিশুর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশি অধ্যুষিত মার্তৃম-মনিজ এলাকায়সহ পুরো কমিউনিটিতে।
এমআরএম/এমকেএইচ