ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

হাঙ্গেরিতে পানিতে ডুবে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

রাকিব হাসান রাফি | স্লোভেনিয়া | প্রকাশিত: ০১:৩৭ এএম, ১৫ আগস্ট ২০২০

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পানিতে ডুবে আমান উল্লাহ আমান নামক এক প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত দশটার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

দেশটিতে বসবাসরত আরেক প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী জানান, আমান বুদাপেস্টের উপকণ্ঠে অবস্থিত একটি লেকে তার বন্ধুদের সঙ্গে গোসল করতে যান। এক সময় আচমকা তিনি গোসল করা অবস্থায় পানিতে ডুবে নিখোঁজ হয়ে যান। তাকে খুঁজে না পেয়ে তার বন্ধুরা স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে। পরে রাত দশটার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

বর্তমানে তার লাশ পুলিশি হেফাজতে রাখা হয়েছে। আগামী মঙ্গলবার তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

আমান উল্লাহ আমান গত বছরের সেপ্টেম্বরে স্টাইপেনডিয়াম হাঙ্গেরিকাম নামক শিক্ষাবৃত্তির অধীনে ইউনিভার্সিটি অব সেগেডে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশুনা করার জন্য হাঙ্গেরিতে পাড়ি জমিয়েছিলেন। তিনি সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের ২০১৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

আমানের মরদেহ বাংলাদেশে পাঠানোর জন্য ইতোমধ্যে তার পরিবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে।

রাকিব হাসান রাফি/এসআর