ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

সুইডেন আওয়ামী লীগের সম্মেলন ২১ নভেম্বর

প্রকাশিত: ০৩:৪৫ এএম, ২৭ অক্টোবর ২০১৫

দীর্ঘ নয় বছর পর আগামী ২১ শে নভেম্বর সুইডেন আওয়ামী লীগ সম্মেলন হতে যাচ্ছে। এ সম্মেলন উপলক্ষ্যে সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দময় ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গত ২৪শে অক্টোবর সুইডেনের রাজধানী স্টকহোমের ফরস্টা মিলনায়তনে মনোনীত কাউন্সিলরদের সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্মেলন সফল ও সুষ্ঠু করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সুইডেন আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সুইডেন আওয়ামী লীগের সভাপতি গোলাম আম্বিয়া ঝন্টু। উপস্থিত ছিলেন সুইডেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শামসুদ্দিন খেতু মিয়া, সুইডেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও উপসালা আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলাম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ওবায়দুল হক, সুইডেন আওয়ামী লীগ এর সহ-সভাপতি আখতারুজ্জামান লাল্টু, লুৎফুর রহমান, ড. ফরহাদ আলী খান এবং সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী প্রমুখ।

সভায় আসন্ন কাউন্সিল পরিচালনা করার জন্য বীর মুক্তিযোদ্ধা জনাব আখতারুজ্জামান লাল্টুকে প্রধান এবং বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন ও সোহেল আহমেদকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়।

সভায় সহযোগী সংগঠন এবং শাখা কমিটি সমূহ থেকে নির্দিষ্ট সংখ্যক কাউন্সিলর মনোনীত করা হয়। সভায় সম্মেলনের খরচ নির্বাহের জন্য উপস্থিত কাউন্সিলরবৃন্দ তাৎক্ষণিকভাবে প্রায় ১০ লাখ টাকার অধিক অনুদান প্রদানের ঘোষণা দেন।সভাশেষে প্রীতিভোজের আয়োজন করা হয়।

জেডএইচ/পিআর