ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

সৌদিতে আক্রান্ত কমলেও বেড়েছে মৃত্যু

ক ম জামাল উদ্দীন | প্রকাশিত: ০৮:২৬ পিএম, ০২ জুলাই ২০২০

সৌদি আরবে ২৪ ঘণ্টায় ৩৩৮৩ জন করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯৭৬০৮ জনে। আজকে মৃত্যু হয়েছে ৫৪ জনের। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭৫২ জনের। সুস্থ হয়েছেন ৪৯০৯ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ১৩৭৬৬৯ জন।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। আজ আক্রান্তের সংখ্যা থেকে সুস্থ হওয়ার সংখ্যা বেশি। তবে মৃত্যুর সংখ্যা গতকালের চেয়ে আজ বৃদ্ধি পেয়েছে। দেশটি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ৫৮১৭৮ জন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ২২৮৭ জন।

আক্রান্ত অঞ্চলগুলোর মধ্যে রিয়াদ ৩৯৭ জন, হুফোফ ২৭৭ জন, মক্কা মুকাররমা ২৭১ জন, কাতিপ ১৮১ জন, মদিনা মুনাওয়ারা ১৭৯ জন, তয়েফে ১৬৪ জন, জেদ্দা ১৬৪ জন, খমিস মুশাইত ১৫৮ জন, আল মুবারাজ ১৪৯ জন, দাম্মাম ১৪১ জন, বুরাইদা ১৩৪ জন, মাহাইল আসির ৯৬ জন। এছাড়াও দেশটির অন্যান্য অঞ্চলেও নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে।

গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানো করোনাভাইরাস গোটা বিশ্বকে বিপর্যস্ত করে দিয়েছে। বিশ্বজুড়ে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত ১ কোটির বেশি। মৃতের সংখ্যা ৮ লাখের বেশি। তবে ৫০ লাখ ৬০ হাজারের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ।

এমআরএম/এমকেএইচ