ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

ইতালির বিভিন্ন শহরে অভিবাসী আন্দোলন অব্যাহত

জমির হোসেন | প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ৩০ জুন ২০২০

সহজ শর্তে স্টে-পারমিট দেয়ার দাবিতে রোম, ভেনিস, ফিরেন্সসহ ইতালির বিভিন্ন শহরে অভিবাসীদের আন্দোলন অব্যাহত রয়েছে। ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি হিসেবে দেশটির ফিরেন্স শহরে প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য প্রবাসীরা সান লরেনছো চত্বরে একটি মানববন্ধন করেছে।

বাংলাদেশ সমিতির আয়োজনে ফিরেন্স বাংলাদেশ কমিউনিটির সহযোগিতায় রোববার এ মানববন্ধন কর্মসূচিতে বিপুলসংখ্যক অভিবাসী অংশগ্রহণ করে সরকারের কাছে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সমিতির সভাপতি আব্দুর রউফ (জীবন), সাধারণ সম্পাদক নুরুল আলম (নুরু), সাংগঠনিক সম্পাদক কবির আহমেদ, ফিরেন্স আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা শরীফ মৃধা, ফিরেন্স আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক আজাদ খান (ইমাম), সাংগঠনিক সম্পাদক হিরণ চৌধুরী প্রমুখ।

এছাড়াও ফিরেন্স বিএনপির প্রধান উপদেষ্টা ওমর শিকদার (মুক্তার), উপদেষ্টা বি.ডি. আর মনির, ফিরেন্স বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভুঁইয়া (সাগর), সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান জিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী মনির, সহ-সভাপতি মিজানুর রহমান, তৌহিদ।

jagonews24

অন্যদের মধ্যে ছাত্রলীগ ফিরেন্স শাখার সভাপতি শরিফুল ইসলাম (শাকিল), যুবলীগের গাজী রাসেল, মনির হোসেনসহ (আলম) সান লরেন্স ব্যবসায়ী ফোরামের আহ্বায়ক জাকির হোসেন (জাকির), আবুল হোসেন, ওমর ফারুক, সাইফুল চৌধুরী, নিজাম উদ্দিন সরকার, আবুল কালাম (আজাদ), খান বাহাদুর, শাহরিয়ার, ভোলা সিটিজেন ফোরাম ফিরেন্স ইতালির সভাপতি নিজাম উদ্দিন পাটোয়ারী উপস্থিত ছিলেন।

এছাড়া সহ-সভাপতি মোহাম্মদ অপু, ফ্রেন্ডস ফোরাম ফিরেন্সের সদস্য মিজানুর রহমান (মিজান), আহসান উল্লাহ(হাসান), গাজী মনির, বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। পরে স্থানীয় প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, রাজধানী রোম থেকে সামাজিক সংগঠন ইল ধূমকেতুর উদ্যোগে কমিউনিটির শীর্ষ স্থানীয় নেতা সাবেক বাংলাদেশ সমিতির সভাপতি জিএম কিবরিয়া, কে.এম. লোকমান হোসেন, নুরে আলম সিদ্দিকী বাচ্চু, বাংলাদেশ সমিতির সভাপতি আফতাব বেপারী, হাসানুজ্জামান কামরুল সহজ শর্তে স্টে-পারমিট পারমিট দেওয়ার দাবি আদায়ে একমত পোষণ করেছে।

এমআরএম/এমকেএইচ