মহামারি শেষ হলে সৌদি যেতে পারবেন ছুটিতে থাকা প্রবাসীরা
সৌদি আরবের বাইরে থাকা প্রবাসীদের পুনরায় দেশটিতে প্রবেশ করার প্রক্রিয়া করোনভাইরাস মহামারি সংকট শেষ হওয়ার পরে শুরু হবে বলে জানিয়েছে দেশটির পাসপোর্ট অধিদফতর জেনারেল (জাওয়াজাত)।
মঙ্গলবার জাওয়াজাতের এক টুইটার বার্তার বরাত দিয়ে দেশটির ইংরেজি দৈনিক সৌদি গেজেট এ সম্পর্কিত সংবাদ প্রকাশ করে। খবরে বলা হয়, বর্তমানে সৌদির বাইরে রয়েছে এবং যাদের এক্সিট রি-এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, এমন একাধিক প্রবাসীর প্রশ্নের জবাবে জাওয়াজাত (পাসপোর্ট অধিদফতর) এ কথাগুলো বলেছে।
জাওয়াজাত পুনঃপ্রকাশ করার মাধ্যমে ঘোষণা করেছে যে, সৌদি আরব ছেড়ে যাওয়া প্রবাসীদের ফিরে আসার বিষয়টি মহামারিটি শেষ হওয়ার পরে এবং বৈধ পুনঃপ্রবেশ ভিসা পাওয়ার প্রক্রিয়া অনুসারে হবে।
জাওয়াজাত আরও জানায় যে, এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা থাকলে তাদের আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
উল্লেখ্য, জাওয়াজাত আগে থেকে নিশ্চিত করেছিল যে, এ সম্পর্কিত পরিষেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবশার অ্যাপ এবং মুকিম অনলাইন পোর্টালের মাধ্যমে অব্যাহত রয়েছে।
জেডএ/জেআইএম