ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মালয়েশিয়ায় মাওলানা আতাউর রহমানকে সংবর্ধনা

প্রকাশিত: ০৬:১৯ এএম, ২৪ অক্টোবর ২০১৫

মালয়েশিয়া সফররত বাংলাদেশ খেলাফত মজলিস ও যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমানকে সংবর্ধনা দিয়েছে মালয়েশিয়ায় বসবাসরত সিলেট প্রবাসীরা। শুক্রবার বিকেলে কুয়ালালামপুরের রাজধানী এক রেস্টুরেন্টে এ সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে আতাউর রহমান বলেন, সিলেটের অবহেলিত, বঞ্চিত মানুষের পাশে দাড়ানোই আমার মূল লক্ষ্য। প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। বিএনপি -আওয়ামী লীগ কোন দলই প্রবাসীদের নিয়ে ভাবে না। খেলাফত মজলিস-ই পারে দেশে সত্যিকারের শাষণ প্রতিষ্ঠা করতে। মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে।

এ সময় অনুষ্ঠানে বক্তারা সিলেট-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আতাউর রহমানকে আগামী নির্বাচনে যোগ্য প্রার্থী হিসাবে অবিহিত করেন। এর আগে আতাউর রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন মালয়েশিয়ায় অবস্থানরত সিলেট প্রবাসীরা।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট প্রবাসী কমিউনিটি নেতা হাজী  আব্দুস সাত্তার। মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট কলামিস্ট. লেখক ও রুহুল ইউনিভার্সিটি মালয়েশিয়ার রিসার্চ সহকারী শহিদুল ইসলাম ফারুকী,  আমিন সাদি, বঞ্চিত গ্রাম বাংলা পরিষদের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম ইয়াহিয়া প্রমুখ।

আরএস/আরআইপি