ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

লন্ডনে আক্রান্ত বাড়লেও কমেছে সতর্কতার স্তর

ফিরোজ আহম্মেদ বিপুল | প্রকাশিত: ১০:২৮ পিএম, ১৯ জুন ২০২০

যুক্তরাজ্যে লকডাউন শিথিলের পঞ্চম দিনে করোনাভাইরাস বিষয়ক সতর্কতার স্তর চার থেকে নামিয়ে তিনে আনা হয়েছে। তবে আক্রান্ত ও মৃতের সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে। ১৯ জুন দেশটির স্বাস্থ্য বিভাগ থেকে এমন ঘোষণা দেয়া হয়েছে।

বলা হয়েছে, তৃতীয় স্তরে আসা ভাইরাস জেনারেল সার্কোলেশন হিসেবে কাজ করবে বলে বিবেচনা করা হচ্ছে। এই স্তরে ভাইরাসটি ব্যাপক মাত্রায় ছড়ায় না ফলে লকডাউন সংক্রান্ত বিধি-নিষেধ ধীরে ধীরে শিথিল করা সম্ভব হবে।

সতর্কতা স্তরে হ্রাসের সিদ্ধান্তটি জয়েন্ট বায়োসিকিউরিটি সেন্টার এবং ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের পরামর্শক্রমে গ্রহণ করা হয়।

এদিকে হেলথ সেক্রেটারি ম্যাট হ্যানকক বলেছেন, সতর্কতার স্তর নামিয়ে আনা দেশের জন্য একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত এবং এর থেকে বোঝা যায় সরকারের পরিকল্পনা কাজ করছে।

London1.jpg

এদিকে যৌথ বিবৃতিতে প্রধান স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, চারটি দেশে ধীরে ধীরে সংক্রমণের মাত্রা কমতে শুরু করেছে। তবে তারা সতর্ক করে বলেছেন, মহামারি শেষ হয়ে যায়নি এবং স্থানীয়ভাবে এর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়তে পারে ।

এদিকে যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। বেড়েছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৭৩ জনের। এর আগে বৃহস্পতিবার এ সংখ্যা ছিল ১৩৫ জনে। বুধবার ছিল ১৮৪ জন, মঙ্গলবার ছিল ২৩৩ জন, সোমবার ছিল ৩৮ জন, রোববার ৩৬ জন। মোট মৃতের সংখ্যা ৪২ হাজার ৪৬১ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এমআরএম/জেআইএম