সদ্য প্রয়াত আ.লীগের তিন নেতার মৃত্যুতে মালয়েশিয়ায় শোকসভা

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ এবং আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে মালয়েশিয়া আওয়ামী লীগ শোকসভা করেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানী কুয়ালালামপুরের সেন্টুলে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে ও কামরুজ্জামান কামালের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, প্রয়াত তিন নেতাই আজীবন দেশ ও মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করে গেছেন। তাদের মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। বিএনপি-জামায়াতের স্বৈরাচারী গণবিরোধী শাসনের বিরুদ্ধে আন্দোলনে অগ্রণী সাহসী ভূমিকার জন্য তারা চিরস্মরণীয় হয়ে থাকবেন।
তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে অংশ নেন মুক্তিযোদ্ধা সওকত হোসেন পান্না, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, দাতো আকতার হোসেন, মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম বাবুল হাসান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এ আর সোহাগ, কুয়ালালামপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এ আর মামুন, সাধারণ সম্পাদক মো. রাসেল মোল্লা, সহ সভাপতি আরজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান সরকার, মো. রাজিব আহমেদ, আক্তার হোসেন, সাচ্চু মিয়া প্রমুখ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এমএসএইচ/এমএস
বিজ্ঞাপন