সিঙ্গাপুরে আজও ২৫৭ জন করোনা আক্রান্ত
সিঙ্গাপুরে আজকে নতুন করে ২৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মোট ৪১৪৭৩ জন এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়েছে।
১৮ জুন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে, আক্রান্তদের মধ্যে ১ জন পার্মানেন্ট রেসিডেন্স এবং ৩ জন ওয়ার্কপাশ হোল্ডার- যারা ডরমেটরির বাইরে বাস করেন৷ বাকি সবাই ওয়ার্ক পাশ হোল্ডার যারা ডরমেটরিতেই থাকেন।
করোনাভাইরাস আক্রান্ত হয়ে আগের দিন ৭৭৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এখন পর্যন্ত মোট ৩১৯৩৮ জন থেকে ছাড়পত্র পেয়েছেন৷ করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিঙ্গাপুরে ২৬ জনের মৃত্যু হয়েছে।
আরও ১০ জনের মৃত্যু হয়েছে যাদের করোনাভাইরাস পজিটিভ ছিল। তবে তাদের মৃত্যু করোনায় নয় বলে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, ২৫৭ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷ এর মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ৮৯৯৫ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে৷
এমআরএম/এমকেএইচ