ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

রিয়াদে অসহায়দের পাশে ‌‘ঢাকা মেডিকেল সেন্টার’

আব্দুল হালিম নিহন | প্রকাশিত: ০৪:৪১ এএম, ২৬ মে ২০২০

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশিদের পরিচালিত প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল সেন্টার প্রবাসীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। প্রথামকিভাবে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে ঈদ উপহার ও অর্থ সহযোগিতা করেছে।

ঢাকা মেডিকেলের এম ডি আব্দুল্লাহ আল মামুন বলেন, মরণঘাতী করোনাভাইরাসে কারণে সারা বিশ্বের মতো সৌদি আরবেও বসবাসরত প্রবাসীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছি। তাদের ঈদ সামগ্রী উপহার দিচ্ছি।

jagonews24

তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা অসহায় প্রবাসীদের জন্য আমাদের এই উদ্যোগ চলমান থাকবে। আমরা খাদ্য সামগ্রী উপহারের পাশাপাশি সাস্থ্য সেবার বিষয়ক কিছু দিয়েও সহযোগিতা করছি। আমরা চেষ্টা করছি তাদের পরীক্ষা সংক্রান্ত কাজে যেন খরচ কম হয় সেদিকেও খোঁজ রাখছি।

এদিকে ২০ মে ঢাকা মেডিকেলের ভাইচ চেয়ারম্যান ফজলে রাব্বির উপস্থিতে থেকে আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার প্রদান করা শুরু করেন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সৌদি প্রশাসন থেকে নেয়া হয়েছে নানা রকম পদক্ষেপ। বর্তমানে সৌদি আরবের প্রত্যেক প্রদেশে চলছে ২৪ ঘণ্টার কারফিউ।

সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৭৪৭৯৫। মৃত্যু হয়ছে মোট ৩৯৯ জনের। সুস্থ হয়েছে মোট ৪৫৬৬৮ জন।

এমআরএম