ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

সিঙ্গাপুরে করোনা আক্রান্ত ৩০৪২৬ জন, সুস্থ ১২৯৫৫

ওমর ফারুকী শিপন | প্রকাশিত: ০৪:১৫ পিএম, ২৩ মে ২০২০

সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৮৩৮ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছে৷ এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১২৯৫৫ জন। নতুন করে ৬১৪ জন আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৪২৬ জনে৷ নতুন আক্রান্তদের বেশিরভাগই ডরমেটরিতে থাকতেন।

শুক্রবার আক্রান্তদের ৪ জন সিঙ্গাপুরিয়ান, পার্মানেন্ট রেসিডেন্স ও ওয়ার্কপাশ হোল্ডার- যারা ডরমেটরির বাইরে থাকতেন। ৬১০ জন ওয়ার্কপাশ হোল্ডার যারা ডরমেটরিতে বাস করে বলে জানা গেছে।

ডরমেটরিতে বসবাসরত ৩০ হাজার শ্রমিকের মধ্যে ২৮ হাজার ১৬১ জন করোনায় পজিটিভ। অভিবাসী কর্মীদের মধ্যে প্রায় ৮ ভাগের উপরে করোনাভাইরাসে পজিটিভ। করোনায় আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া ৭৯৮ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ ১৬৬৫০ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে৷

এমআরএম/এমকেএইচ