ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে প্রাণ-এর খাদ্য বিতরণ

প্রবাস ডেস্ক | প্রকাশিত: ০৪:৫১ পিএম, ১১ মে ২০২০

মালয়েশিয়ায় শতাধিক প্রবাসীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। রোববার (১০ মে) কুয়ালালামপুর শহরের বিভিন্ন স্থানে বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়ার সার্বিক তত্ত্বাবধানে প্রাণ-এর পরিবেশক পিনাকল ফুডসের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এই দুর্যোগের সময় প্রাণ-এর খাদ্য সহায়তা পেয়ে প্রবাসীরাও খুশি। তারা বলছেন, সঙ্কটকালে প্রাণ-এর সহায়তা অবশ্যই প্রশংসনীয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়ার সিনিয়র সহ-সভাপতি আহমাদুল কবির, সাধারণ সম্পাদক বশির আহমদ ফারুক, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী।

jagonews24

এ বিষয়ে পিনাকল ফুডসের অপারেশন ডাইরেক্টর মো. সেলিম ভূঁইয়া বলেন, চলমান লকডাউনে অনেকেই এখন কর্মহীন হয়ে ঘরে অবস্থান করছেন। এমন অবস্থায় গত দুদিনে প্রেস ক্লাবের সার্বিক তত্ত্বাবধানে শতাধিক প্রবাসীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

করোনার এ সঙ্কটময় মুহূর্তে সরকারের পাশাপাশি জনহিতৈষীদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মালয়েশিয়ায় করোনার বিস্তার ঠেকাতে গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া লকডাউন কয়েক ধাপে বাড়িয়ে ৯ জুন পর্যন্ত করা হয়েছে। টানা লকডাউনের যাতাকলে অনেকেই হয়ে পড়েছেন কর্মহীন। এতে বেশি ভোগান্তিতে পড়েছেন বাংলাদেশিসহ বিদেশি কর্মীরা।

এমআরএম/এমকেএইচ