ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

প্যারিস থেকে পৃথিবীর জন্য প্রার্থনা ‘বেঁচে থাক’

প্রবাস ডেস্ক | প্রকাশিত: ০৯:০৬ পিএম, ০৩ মে ২০২০

শাহ সুহেল আহমদ, ফ্রান্স (প্যারিস) থেকে

করোনাভাইরাস ইস্যুতে গোটা পৃথিবী যখন দিশেহারা ঠিক তখনই পৃথিবীর জন্য প্রার্থনার সুর ধরেছেন শিল্প সাহিত্যের শহর প্যারিসের বাংলাদেশি শিল্পী-সংস্কৃতিকর্মীরা। আশা জাগানিয়া এ সুরে তাল মিলিয়েছেন একে একে ৩৭ শিল্পী।

‘বেঁচো থাকো’ শিরোনামে গানে গানে তারা স্বপ্ন দেখিয়েছেন নতুন আলোর নতুন দিনের নতুন পৃথিবীর। কঠিন এই দুর্যোগে মানুষের মনোবলকে দৃঢ় রাখতে তাদের এই সুন্দর প্রয়াস ইতোমধ্যে মানুষের মন কেড়েছে।

করোনাকালের এই মিউজিক ভিডিওটি করেছেন সংগীতশিল্পী আরিফ রানা। সাথে আছেন ফ্রান্সের বিভিন্ন শহরে বসবাসরত ৩৭ জন সংগীত শিল্পী ও সংস্কৃতিকর্মী। অংশগ্রহণকারী সকলেই ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশি। গেলো ২৯ এপ্রিল মিউজিক ভিডিওটি ইউটিউব চ্যানেলে আপলোড করার পর সাড়া জাগিয়েছে বিভিন্ন মহলে।

সংগীত শিল্পী শর্মিলা রায়, বাউল শিল্পী পবন দাস বাউল, কবি ও চলচ্চিত্রকার আমিরুল আরহাম, শিল্পী আরিফ রানা, শিল্পী কুমকুম, পুঁথিশিল্পী কাব্য কামরুলসহ সকল শিল্পীদের কণ্ঠে ধ্বনিত হয়েছে এই মহা দুর্যোগে সুন্দরভাবে বেঁচে থাকার প্রার্থনা।

কবি রবিশঙ্কর মৈত্রীর কথায় ও আরিফ রানার সুর, সংগীত ও সম্পাদনায় তৈরি হওয়া মিউজিক ভিডিও এই সময়ে এতজন শিল্পীর অংশগ্রহণ অনেক কষ্টসাধ্য ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শিল্পী আরিফ রানা বলেন, কঠিন এই দুঃসময়ে প্যারিসের সকল শিল্পী আর সংস্কৃতিকর্মীদের বিভেদ ভুলে একটি শান্তির প্লাটফর্মে একত্র করতে চেয়েছি। সবার কণ্ঠে তুলে আনতে চেয়েছি নিজের শিকড় সন্ধান করে সুন্দরভাবে বেঁচে থাকার প্রেরণা।

এমআরএম/এমকেএইচ