ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

করোনাভাইরাস: সিঙ্গাপুরে এখন পর্যন্ত সুস্থ ৯২৪ জন

ওমর ফারুকী শিপন | প্রকাশিত: ১১:২৩ পিএম, ২৩ এপ্রিল ২০২০

সিঙ্গাপুরে করোনাভাইরাস আক্রান্ত আরও ৩৬ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন৷ এখন পর্ন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৯২৪ জন।

তবে দেশটিতে নতুন করে আরও ১০৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১১১৭৮ জন৷ এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে ১২ জনের মৃত্যু হয়েছে৷

সিঙ্গাপুরে অভিবাসীদের থাকার জায়গা ডরমেটরিগুলো এখন সবচেয়ে বড় ক্লাস্টারে পরিণত হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে মোট ২১টি ডরমেটরিকে আইসোলেশন হিসেবে ঘোষণা করা হয়েছে৷ এসব ডরমেটরিগুলোতে সরকারের পক্ষ থেকে তিনবেলা খাবার, বিনামূল্যে ইন্টারনেট ও সার্বক্ষণিক স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। এমনকি সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে বাসায় থাকলে সব শ্রমিক সময়মতো তাদের বেতন পাবেন৷

২৩ এপ্রিল সবাই স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার আক্রান্তদের বেশিরভাগই ওয়ার্কপাশ হোল্ডার। এর মধ্যে ৯৮২ জন ডরমেটরিতে অবস্থান করত এবং ৩০ জন ডরমেটরির বাইরে থাকত করত৷ ২২ জন স্থানীয় নাগরিক৷

১৩৬৮ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এরমধ্যে ২৬ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ ৮৮৭৪ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে৷

এমআরএম