মধ্যপ্রাচ্যের প্রবাসীদের আইন মেনে চলার অনুরোধ প্রতিমন্ত্রীর
প্রবাসে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসবাসকারী প্রবাসীদের সেখানকার আইন মেনে চলার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
শনিবার (৪ এপ্রিল) রাতে তার ভেরিফাইড ফেসবুকে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী লেখেন, ‘প্রবাসে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো যে ভাই-বোনেরা আছেন তাদের উদ্দেশ্যে অনুরোধ, করোনাভাইরাস সৃষ্ট সমস্যায় আপনাদের অনেকের কর্মক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হচ্ছে আমরা তা জানি। কিন্তু কোনো পরিস্থিতিতেই দয়া করে আপনারা আপনাদের নিয়োগদাতার বা স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করবেন না। আপনাদের সাময়িক সমস্যা হতে পারে কিন্তু যে দেশে আছেন সেই দেশের সরকার সমস্যাগুলো দেখে সমাধান করবে, কিন্ত কোনক্রমেই আইন অমান্য করবেন না। সমস্যার সমাধান না হলে যে দেশে আছেন সেখানকার বাংলাদেশ দূতাবাসে জানান।’
তিনি আরও লেখেন, ‘আমরা যথাসাধ্য চেষ্টা করবো সমস্যা সমাধানের, কিন্তু কারও প্ররোচনায় আপনারা নির্দেশনা অমান্য করলে তা আমাদের আওতার বাইরে চলে যেতে পারে এবং তার ফলে আপনারা কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না।’
এইচএস/এমএসএইচ