ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস পালন করলো চীনের শোক দিবস

প্রবাস ডেস্ক | প্রকাশিত: ০৪:২২ পিএম, ০৪ এপ্রিল ২০২০

 

চলমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়াদের স্মরণে চীনে আজ পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। এ দিবস উপলক্ষে তিন মিনিট নীরবতা পালন ও আলোচলনা সভা করেছে বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস।

দিবসটি উপলক্ষে বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস করোনাভাইরাসে মৃতদের প্রতি শোক প্রকাশে সংহতি জানিয়ে চীনে ও বিদেশে সব চীনা দূতাবাস এবং কনস্যুলেটে অফিসের সাথে মিল রেখে সকাল ১০টায় একযোগে দূতাবাসের দোয়েল হলে তিন মিনিট নীরবতা পালন ও আলোচলনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত এইচ.ই. মাহবুব উজ-জামান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেনের চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বরাবর পাঠানো দেশটির নাগরিক এবং সরকারের প্রতি সমবেদনা ও সংহতি পত্র পাঠ করেন।

উল্লেখ্য, গত শুক্রবার (৩এপ্রিল) চীনের স্টেট কাউন্সিলর এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কে লিখা একটি পত্রের মাধ্যমে বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী ডঃ এ. কে. আবদুল মোমেন এ সমবেদনা ও সংহতি জানিয়েছেন।

এমআরএম/এমকেএইচ