ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

ইতালিতে লকডাউন বাড়তে পারে ১৮ এপ্রিল পর্যন্ত

জমির হোসেন | ইতালি | প্রকাশিত: ০৯:৫৬ এএম, ২৯ মার্চ ২০২০

করোনায় ইতালিতে লকডাউনের সময়সীমা বাড়িয়ে ১৮ এপ্রিল পর্যন্ত করার চিন্তা করছে দেশটির সরকার। এর আগে ৩ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সরকার এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

ইতোমধ্যে খবরটি স্থানীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এতে বলা হয়, ৩ এপ্রিল পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ ছিল। তবে সেটিও বর্ধিত করে ২ মে করার কথা ভাবছে সরকার। করোনার তান্ডবে আরও ১৫ দিনের লকডাউনের জন্য আলোচনা অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী কোন্তে নতুন একটি ডিক্রির মাধ্যমে বিষয়টি ঘোষণা করবেন। ডিক্রিটি রোববার বের হবার কথা ছিল।

লকডাউন আরও ১৫ দিন বাড়ানো হলে দেশটি অর্থনৈতিক সমস্যায় পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে মার্কেট যাওয়া ও চলাচলে আরও কঠিন করার ঘোষণা আসতে পারে।

এদিকে ইতালির উত্তর অঞ্চলের অবস্থা অত্যান্ত নাজুক।ফলে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের কাছাকাছি এবং মোট পাঁচ হাজার ৯৪৪ জন মারা গেছেন। গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গেছে।

এএইচ/পিআর