ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

করোনা : ওমানে দোকান খুললেই জরিমানা

বাইজিদ আল-হাসান | প্রকাশিত: ০৬:০৫ পিএম, ১৮ মার্চ ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে দেশকে রক্ষা করতে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ক্লিনিক, ফার্মেসি এবং অপটিক্যাল স্টোর/চশমার দোকান বাদে বাণিজ্যিক কমপ্লেক্সসহ সব দোকান বাধ্যতামূলক বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে ওমান সরকার। এই আইন অমান্য করলেই জরিমানার ঘোষণা দেয়া হয়েছে।

দেশটিতে করোনাভাইরাস প্রতিরোধে গঠিত কমিটি বুধবার (১৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টা থেকে এ সব দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেন।

দেশটির সুপ্রিম কমিটির এক নোটিশে বলা হয়েছে, যদি কেউ এই নিষেধাজ্ঞা প্রথমবার অমান্য করে, তাহলে তার ৩০০ ওমানি রিয়াল জরিমানা গুনতে হবে। যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৬ হাজারের সমান। দ্বিতীয়বার অমান্য করলে গুনতে হবে ১০০০ রিয়াল। বাংলাদেশি টাকায় প্রায় ২ লাখ ২০ হাজার। একইসঙ্গে উক্ত দোকান বা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে।

করোনাভাইরাস ঠেকাতে ওমান সরকারের নেয়া পদক্ষেপসমূহ হলো- সব ধরনের বর্ডার বন্ধ, শুধুমাত্র ওমানিরা আসতে পারবেন। ওমানিরা দেশের বাইরে যেতে পারবেন না। নামাজের আজান ব্যতীত সকল মসজিদ বন্ধ ঘোষণা। সমস্ত অমুসলিমদের জন্য উপাসনালয়ও বন্ধ থাকবে। সকল সমাবেশ, পার্ক, বিয়ের অনুষ্ঠান এবং সম্মেলনসহ সব বন্ধ ঘোষণা করা হয়েছে। সকল পর্যটন এলাকা, সমুদ্র সৈকত, পিকনিক অঞ্চল যেমন ওয়াদি, জলপ্রপাত এবং জলের ঝর্ণাসহ সমাবেশ একেবারে নিষিদ্ধ করা হয়েছে।

এফআর/এমকেএইচ