ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

সৌদি আরবে মুজিববর্ষ ও জাতীয় শিশু দিবস উদযাপন

ক ম জামাল উদ্দীন | প্রকাশিত: ০৯:১২ পিএম, ১৭ মার্চ ২০২০

যথাযোগ্য মর্যাদায় সৌদি আরবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দায় অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা।

jagonews24

আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাসহ সকল শহীদদের জন্য মোনাজাত করা হয়। অতঃপর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এছাড়া বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর বাংলাদেশ ফিল্মস অ্যান্ড পাবলিকেশন বিভাগ প্রযোজিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। সব শেষে, কনসাল জেনারেল ফয়সল আহমেদ অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন। তিনি বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও কর্মের উপর আলোকপাত করেন।

jagonews24

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এবং স্বাগতিক দেশের করোনাভাইরাস বিস্তার রোধ ব্যবস্থা বিবেচনা করে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠান ঘরোয়াভাবে আয়োজন করা হয়।

এএইচ/এমকেএইচ