করোনা : জার্মানিতে শিক্ষাপ্রতিষ্ঠান-সীমান্ত বন্ধের ঘোষণা
ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত জার্মানিতে আক্রান্ত হয়েছে ৬ হাজার ২১৫ জন। আর প্রাণহানি হয়েছে ১৩ জনের।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সোমবার (১৬ মার্চ) থেকে অস্ট্রিয়া, সুইজারল্যান্ড ও ফ্রান্সের সঙ্গে জার্মানির সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে দেশটির সব শিক্ষাপ্রতিষ্ঠান।
রোববার (১৫ মার্চ) জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল এক ভিডিও বার্তায় বলেছেন, ‘করোনাভাইরাস পুরো বিশ্বের জন্য বিরাট এক চ্যালেঞ্জ। আর দীর্ঘদিন আমরা এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হইনি।’ তিনি সবাইকে সব ধরনের সামাজিক যোগাযোগ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।
ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এরই মধ্যে বার্লিন আন্তর্জাতিক পর্যটন মেলা, লাইফজিক বুক ফেয়ার, হেনভার আন্তর্জাতিক ইন্ডাস্ট্রি ফেয়ারসহ বেশ কয়েকটি বড় বড় আন্তর্জাতিক ইভেন্ট বাতিল করা হয়েছে। জার্মানির সবচেয়ে বড় বিমানবন্দর ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর থেকে প্রতিদিন অসংখ্য ফ্লাইট বাতিল করা হচ্ছে এ ভাইরাসের কারণে।
এ দিকে জার্মানিজুড়ে প্রাণঘাতী এ ভাইরাস ছড়িয়ে পড়ায় আতঙ্ক বিরাজ করছে সবখানে। জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পাহন একটি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ভাইরাসটি আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে চাপের মধ্যে ফেলবে। সাধারণ মানুষের সুরক্ষায় সরকার বদ্ধপরিকর’।
করোনা ভাইরাসের কারণে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরাও আতঙ্কে রয়েছেন।
উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১ লাখ ৭১ হাজার ১১৫ জন আক্রান্ত হয়েছে। আর প্রাণহানি হয়েছে ৬ হাজার ৫২৬ জনের।
এফআর/এমকেএইচ