ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

স্পেনে করোনায় আক্রান্ত ৮ বাংলাদেশির সন্ধান চায় দূতাবাস

কবির আল মাহমুদ | প্রকাশিত: ০২:০০ এএম, ১৫ মার্চ ২০২০

স্পেনে ৮ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। দেশটির রাজধানী মাদ্রিদে তারা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ খবর স্পেনের গণমাধ্যমেও প্রকাশ করা হয়েছে। তবে তাদের নাম-ঠিকানা জানতে পারেনি মাদ্রিদে অবস্থিত বাংলাদেশ দ‍ূতাবাস। সে কারণে তাদের বিষয়ে বিস্তারিত সন্ধান চাওয়া হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দূতাবাসের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানতে চাওয়া হয়।

মাদ্রিদের বাংলাদেশ দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্পেনে আট বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে বাংলাদেশের কমিউনিটির নেতারা জানিয়েছেন। এ বিষয়ে স্পেনের গণমাধ্যমে খবরও প্রকাশ করা হয়েছে। তবে তাদের বিষয়ে আমরা বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি। আক্রান্ত হয়েছে, এখন এমন বাংলাদেশির তথ্য আমরা পাইনি।

দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করলে মিশন উপ-প্রধান এম হারুন আল রাশিদ বলেন, মাদ্রিদের বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশি কমিউনিটির বেশ কয়েকজন নেতা জানিয়েছেন, এখানে তাদের ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আমরা সংবাদপত্রেও একই খবর দেখেছি। এ ব্যাপারে আমরা আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাই হোক, আমাদের বলা হয়েছে, আক্রান্ত ব্যক্তিরা তাদের পরিচয় গোপন রাখতে চান এবং তারা তাদের পরিচয় প্রকাশে অনিচ্ছুক। তাই তাদের কারও নাম আমাদের কাছে প্রকাশ করা হয়নি।

তিনি আরও জানান, আমরা ইতোমধ্যে এখানে বাংলাদেশিদের জন্য হটলাইন সেবা (+৩৪৬৭১১৯৬৯৯২) চালু করেছি। এর মাধ্যমে করোনার প্রাদুর্ভাবে কেউ আক্রান্ত হলে আমাদের কাছে তথ্য পৌঁছে যাবে। এখন পর্যন্ত এ হটলাইনে কেউ কোনো তথ্য দেয়নি। আমরা আক্রান্ত বাংলাদেশি ও তার আত্মীয়দের অনুরোধ করছি যাতে তারা আমাদের সঙ্গে ওই হটলাইন নম্বর ব্যবহার করে যোগাযোগ করেন। এছাড়া, ফেসবুকে আমরা পূর্ব সতর্কতামূলক সকল নোটিশ প্রচার করে যাচ্ছি। স্পেনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহ। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা রাজধানী মাদ্রিদের। এমন অবস্থায় আমরা সকল বাংলাদেশিদের আহ্বান জানাচ্ছি, যাতে তারা করোনা মোকাবিলায় স্পেন সরকার ঘোষিত নির্দেশিকা অনুসরণ করে চলেন। আমরা সবার সুরক্ষা কামনা করছি।

প্রসঙ্গত, স্পেনে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ‘জরুরি রাষ্ট্রীয় সতর্কতা’ জারি করা হয়েছে। ইউরোপে করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলোর মধ্যে স্পেনের অবস্থান দ্বিতীয়। দেশটিতে এ পর্যন্ত ৬ হাজার ৩১৫ জন করোনাভাইরাসের আক্রান্ত হয়েছে। এতে মৃত্যু হয়েছে ১৯৩ জনের।

এমএসএইচ