ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

স্পেনে বাংলাদেশ দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি

কবির আল মাহমুদ | প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ১৪ মার্চ ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত ৫ হাজার ৬৬২ জন এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ২৭৯। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৭৩ হাজার ৭১৭ জন। এদিকে, স্পেনে ১১৩ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ১৩৩ জন।

স্পেনে আটজন বাংলাদেশি নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন দেশটির কমিউনিটি নেতারা। একইসঙ্গে এমন খবর স্পেনের গণমাধ্যমেও প্রকাশ পেয়েছে। তবে তাদের নাম-ঠিকানা জানতে পারেনি মাদ্রিদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সে কারণে তাদের বিষয়ে বিস্তারিত সন্ধান চেয়েছে মাদ্রিদের দূতাবাস।

১৩ মার্চ দূতাবাসের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানতে চাওয়া হয়। মাদ্রিদের বাংলাদেশ দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্পেনে আট বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে বাংলাদেশের কমিউনিটির নেতারা জানিয়েছেন। এ বিষয়ে স্পেনের গণমাধ্যমে খবরও প্রকাশ করা হয়েছে। তবে তাদের বিষয়ে আমরা বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি। আক্রান্ত হয়েছে, এখন এমন বাংলাদেশির তথ্য আমরা পাইনি।

দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করলে মিশন উপ-প্রধান এম হারুণ আল রাশিদ বলেন, বাংলাদেশি কমিউনিটির বেশ কয়েকজন নেতা জানিয়েছেন যে, এখানে আমাদের মধ্যে ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আমরা সংবাদপত্রেও একই খবর দেখেছি। এ সম্পর্কে আমরা আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, আক্রান্ত ব্যক্তিরা তাদের পরিচয় গোপন রাখতে চান এবং তারা তাদের পরিচয় প্রকাশে অনিচ্ছুক। তাই তাদের কারো নাম আমাদের কাছে প্রকাশ করা হয়নি। আমরা ইতোমধ্যে এখানে বাংলাদেশিদের জন্য হটলাইন সেবা (+৩৪৬৭১১৯৬৯৯২) চালু করেছি। এর মাধ্যমে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কেউ আক্রান্ত হলে আমাদের কাছে তথ্য পৌঁছে যাবে। এখন পর্যন্ত এ হটলাইনে কেউ কোনো তথ্য দেয়নি। আমরা আক্রান্ত বাংলাদেশি ও তার আত্মীয়দের অনুরোধ করছি যাতে তারা আমাদের সঙ্গে ওই হটলাইন নম্বর ব্যবহার করে যোগাযোগ করেন।

এ ছাড়া, ফেসবুকে আমরা পূর্ব সতর্কতামূলক সকল নোটিশ প্রচার করে যাচ্ছি। স্পেনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহ। এর মধ্যে সবথেকে ভয়াবহ অবস্থা রাজধানী মাদ্রিদের। এমতাবস্থায় আমরা সকল বাংলাদেশিদের আহ্বান জানাচ্ছি যাতে তারা করোনা মোকাবিলায় দেশটির সরকার ঘোষিত নির্দেশিকা অনুসরণ করে চলেন। আমরা সবার সুরক্ষা কামনা করছি।

এমআরএম/জেআইএম