করোনা নিয়ে আমাদের দীর্ঘ যুদ্ধ করতে হবে : ইতালির প্রধানমন্ত্রী
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের সার্বিক পরিস্থিতির ওপর দেশ ও জাতি কল্যাণে ভাষণ দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে। বুধবার (১১ মার্চ) তিনি এ ভাষণ দেন। ভাষণে তিনি করোনাভাইরাস রোধে নতুন ডিক্রিতে ২৫ মার্চ অবধি কার্যকর করা হয়েছে।
ভাষণে তিনি বলেছেন, ‘করোনাভাইরাস নিয়ে মনে হয় গ্রীষ্মে আমাদের দীর্ঘ যুদ্ধ করতে হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে। ইতিমধ্যে শেয়ারবাজার রেকর্ড দরপতন হয়েছে।’
ভাষণে তিনি নতুন নিয়ম ঘোষণা দেন। করোনা থেকে রক্ষা পেতে বার, পাব বন্ধ রাখার সময় বাড়ান তিনি। ২৫ মার্চ পর্যন্ত এ সব বন্ধ রাখার নির্দেশ দেন। সবাইকে এ সব নিয়ম মেনে চলতে বলেন তিনি।
সরকারের অনুমতি ক্রমে পেট্রল স্টেশন, গাড়ি মেরামতের অফিস, তামাকের দোকান, সংবাদপত্র খোলা রাখতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রী করোনাভাইরাসকে লকআউট ঘোষণা করে পুরো ইতালিজুড়ে বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে দুই সপ্তাহের জন্য বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। শুধুমাত্র ফার্মেসি, খাবার এবং সমস্ত প্রয়োজনীয় দোকান আপাতত খোলা থাকবে তবে দূরত্ব নিরাপত্তা বজায় রেখে।
উল্লেখ্য, বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৪ হাজার ৭৫১ জনের মৃত্যু হয়েছে। ১ লাখ ২৯ হাজার ৭৭১ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৪৬২ জন আক্রান্ত হয়েছে, এর মধ্যে ৮২৭ জনের প্রাণহানি হয়েছে।
এফআর/জেআইএম