ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মানবাধিকার পরিস্থিতি নিয়ে হাউস অব লর্ডসে সেমিনার ১৬ মার্চ

প্রবাস ডেস্ক | প্রকাশিত: ০৪:৫৭ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০

ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে বাংলাদেশের চলমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে আগামী রোববার।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশের আয়োজনে এবং স্থানীয় আরও ৬টি মানবাধিকার সংগঠনের সহযোগিতায় অনুষ্ঠিতব্য ওই সেমিনারে দেশটির মেইনস্ট্রিমের রাজনীতিবিদ, সাংবাদিক, গবেষক ও শিক্ষাবিদ উপস্থিত থাকবেন।

সেমিনার উপলক্ষে ভয়েস ফর বাংলাদেশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল ৪টার দিকে অনুষ্ঠিতব্য ওই সেমিনারে পার্লামেন্টের লর্ডস, পার্লামেন্টের মেম্বার, অ্যামনেস্টি ইন্টারন্যাশাল ও হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধি, আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবীরা উপস্থিত থাকবেন।

সেমিনারে ব্রিটিশ বাংলাদেশি ছাড়াও সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থেকে তাদের অভিমত ব্যক্ত করার অনুরোধ জানানো হয়েছে।

এমআরএম