ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

করোনাভাইরাস: সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি

প্রবাস ডেস্ক | প্রকাশিত: ০৭:১৯ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০

সিঙ্গাপুরে করোনাভাইরাসে এ পর্যন্ত ৫ বাংলাদেশিসহ মোট ৭২ জন আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে ১৭ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে আতঙ্কে যেন কমছেই না।

প্রবাসীদের আতঙ্ক দূর করতে সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশন রোববার (১৬ ফেব্রুয়ারি) কাউন্সিলর শ্রম কল্যাণ উইং মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে সিঙ্গাপুর সরকার থেকে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা হয়েছে। আক্রান্তদের জন্য সর্বোচ্চ চিকিৎসা সুবিধা প্রদান করা হচ্ছে। সিঙ্গাপুরে অদ্যাবধি মোট ৭২ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে পাঁচজন বাংলাদেশি কর্মী রয়েছে।

বিজ্ঞপ্তিতে করোনাভাইরাস প্রতিরোধে করণীয় তুলে ধরা হয়েছে

১. সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে নিয়মিত হাত ধুয়ে ফেলুন।

২. বারবার হাত দিয়ে মুখ, নাখ ও চোখ স্পর্শ না করবেন না।

৩. জরুরি প্রয়োজন ছাড়া জনাকীর্ণ পরিবেশ এড়িয়ে চলবেন।

৪. অন্যের ব্যক্তিগত ব্যবহার্য জিনিস ব্যবহার করবেন না।

৫. রোগাক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা। নিজেকে অসুস্থ বোধ করলে কিংবা জ্বর, কাশি, কফ দেখা দিলে ডরমিটরি পরিচালক/নিয়োগকর্তাকে অবহিত করুন, চিকিৎসকের শরণাপন্ন হন, মাস্ক ব্যবহার করুন, নিজের ঘরে থাকুন এবং জনসমাগমস্থল এড়িয়ে চলুন।

Singapore1.jpg

৬. অহেতুক ভয় না পেয়ে স্বাভাবিক কাজকর্ম ও জীবনযাপন চালিয়ে যান।

৭. করোনাভাইরাস সম্পর্কিত করণীয় ও বর্জনীয় বিষয়ে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়, জনশক্তি মন্ত্রণালয় ও সরকারি সংশ্লিষ্ট সংস্থার নির্দেশনা মেনে চলুন।

৮. বিভিন্ন ধরনের গুজব ও অসমর্থিত সূত্রের খবরে আতঙ্কিত হয়ে সিঙ্গাপুরের কর্মস্থল ছেড়ে বাংলাদেশে চলে গিয়ে নিজের ভবিষ্যৎ বিপণ্ন করবেন না।

৯. সিঙ্গাপুরে চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট উন্নত। তাছাড়া বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কিংবা বাংলাদেশ সরকারের অন্য কোনো সংস্থা থেকে সিঙ্গাপুর থেকে প্রবাসীকর্মী দেশে ফেরত যাওয়ার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এ ধরনের কর্মকাণ্ড সিঙ্গাপুরে বাংলাদেশি কর্মীদের সুনাম ক্ষুণ্ন করতে পারে, যা প্রকারান্তে ভবিষ্যতে শ্রমবাজারে প্রভাব ফেলবে।

১০. বাংলাদেশি অভিবাসীদের সার্বিক বিষয়ে দূতাবাস সার্বক্ষণিক খোঁজখবর রাখছে। সিঙ্গাপুরস্থ সংশ্লিষ্ট সব সংস্থার সাথে যোগাযোগ রক্ষা এবং সর্বশেষ অবস্থা বাংলাদেশ সরকারকে অবহিত করছে।

১২. প্রবাসীদের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের নিম্নবর্ণিত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। দূতাবাসের ওয়েবসাইট ও ফেসবুক পেজ, নোটিশ বোর্ড সংশ্লিষ্ট ডরমিটরির নোটিশ বোর্ডের বিজ্ঞপ্তি/নির্দেশনা অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো

চীনের উহান থেকে উৎপত্তি লাভ করা প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্ববাসীর কাছে এখন এক আতঙ্কের নাম। এই ভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ইতোমধ্যে ১৬ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, আক্রান্তের সংখ্যা ৬৯ হাজারের বেশি। বিশ্বে কতটা ছড়ালো এই ভাইরাস?

চীনের মূল ভূখণ্ডের বাইরে অন্তত ৩০টি দেশে আনুমানিক ৬০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চীনের বাইরে এশিয়ার আরও তিন দেশ, ফিলিপাইন, হংকং এবং জাপানে একজন করে প্রাণ হারিয়েছেন। এদিকে এশিয়ার বাইরে গতকাল ফ্রান্সেও এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে।

ওমর ফারুক শিপন/এমআরএম/এমএস