জর্ডান প্রবাসীদের কনস্যুলার সেবা ১০, ১১ জানুয়ারি
জর্ডানের ইরবিদ ও এর পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আগামী ১০ ও ১১ জানুয়ারি প্রথমবারের মতো কনস্যুলার সেবা প্রদান করবে বাংলাদেশ দূতাবাস। রোববার দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ বশির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় আল হাসান ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ সেবা দেয়া হবে। এসব সেবার মধ্যে রয়েছে, পাসপোর্টের আবেদন গ্রহণ, মেয়াদোত্তীর্ণ ডিজিটাল পাসপোর্টের রি-ইস্যুর আবেদন গ্রহণ ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধনসহ অন্যান্য সেবা দেয়া হবে।
কনস্যুলার সেবা নেওয়ার সময় প্রত্যেক প্রবাসীকে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি সাথে নিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে। এখন থেকে প্রতি মাসে দূতাবাসের একটি কনস্যুলার টিম দেশটির বিভিন্ন অঞ্চল সফর করে প্রবাসীদের মাঝে কনস্যুলার সেবা প্রদান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রথম সচিব মোহাম্মদ বশির।
এমআরএম