ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

সিডনিতে ‘মর্মে মর্ম ধ্বনি’ সংগীতসন্ধ্যা

মো. আবুল কালাম আজাদ | প্রকাশিত: ০৩:৪০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৯

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশের নজরুল সঙ্গীতের প্রখ্যাত শিল্পী সুজিত মোস্তফার ‘মর্মে মর্ম ধ্বনি’ শীর্ষক সঙ্গীতসন্ধ্যা অনুষ্ঠিত হবে আগামী ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় ডুরালের স্পেসে ফিক হিলস খ্রিসিয়ান স্কুল অডিটোরিয়ামে। এই অনুষ্ঠানের আয়োজক আনিসুর রহমান নান্টু।

প্রখ্যাত গায়ক ও সুরকার আবু হেনা মোস্তাফা কামালের ছেলে শিল্পী সুজিত মোস্তফা। পাবনায় জন্মগ্রহণকারী সুজিত মোস্তফা, পন্ডিত বিনোদ কুমারের মতো বিখ্যাত গুরুদের কাছ থেকে শাস্ত্রীয় সংগীতের প্রশিক্ষণ নিয়েছেন। তিনি ছায়ানটে শাস্ত্রীয় সংগীতে উপর পাঁচ বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেছেন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে ডিপ্লোমা করেছেন।

তিনি বেশ কয়েকটি পারফরম্যান্সে বিভিন্ন নজরুল সঙ্গীত ও ক্লাসিক্যাল সংঙ্গীত পরিবেশন করেন। সুজিত মোস্তফা মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপান, চীন, নেপাল, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশে ভ্রমণ ও কনসার্টে অংশগ্রহণ করেছেন।

শিল্পী সুজিত মোস্তাফা বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশিত হয়েছে যেমন- ‘আমার গানের প্রথম চরনখানি’, ‘অনকে বৃষ্টি ঝরে’ এবং ‘দূরে বহুদুরে’। তিনি বাংলাদেশের জাতীয় কবি ‘কাজী নজরুল ইসলাম’ এর মাসিক পত্রিকার সম্পাদক হিসাবে কাজ করেছেন।

এমআরএম/এমকেএইচ

আরও পড়ুন