ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

যুক্তরাষ্ট্রে শেখ কামাল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

লস্কর আল মামুন | প্রকাশিত: ০১:১৯ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৯

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে তৃতীয়বারের মতো শেখ কামাল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার উডলি পার্ক ক্রিকেট গ্রাউন্ডে টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।

এতে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন এবং নর্দান ক্যালিফোর্নিয়া রানার্সআপ হয়। বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

টুর্নামেন্টের উদ্বোধন করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পরিচালক সাজ্জাদুল হক ববি, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, স্বাধীন বাংলা ফুটবল দলের প্রতিষ্ঠাতা সাইদুর রহমান প্যাটেল, যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের সভাপতি ড. অতুল রায়, সাবেক ক্রিকেটার নাজিম সিরাজী, টুর্নামেন্টের আয়োজক ডা. রবি আলম প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মুস্তাইন দারা বিল্লাহ, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমান, সহ-সভাপতি শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক টি জাহান কাজল, আলী আহমদ ফারিস, দিদার আহমেদ, উপদেষ্টা ফিরোজ আলম, সিটি আওয়ামী লীগ সভাপতি মাহাতাব উদ্দিন টিপু, কাজল হোসাইন, কামরুল হাসান, জাহাঙ্গীর হোসেন, শেখ পলাশ, স্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহম্মদ হাই, সাধারণ সম্পাদক সোহেল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান রুবেল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক এম কে জামান, ডা. মাহমুদা আলম প্রমুখ।

ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. রবি আলমের উদ্যোগে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রতি বছর এ টুর্নামেন্টের আয়োজন করে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ৮টি দল টুর্নামেন্টে অংশ নেয়। খেলায় আম্পায়ার ছিলেন নাদের শাহ।

এমএসএইচ/এমকেএইচ

আরও পড়ুন