রিয়াদে মাদারীপুর ঐক্য পরিষদের ঈদ পুনর্মিলনী
সৌদি আরবে মাদারীপুর ঐক্য পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সৌদির রাজধানী রিয়াদের স্থানীয় একটি কমিনিউটি সেন্টারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুরের বিশিষ্ট ব্যবসায়ী এনায়েত খান, মিজান আমিন, জাফর হোসেন, কামাল শরীফ, জিয়া খান, মাসুদ বেপারী, সের উদ্দিন আকন, শাহিদ খান, মুরাদ মোল্লা, আমিন সর্দার, সুমন চকিদার, আসাদ আখন, শাহিন, আজগর হোসেন, কামাল বেপারী, মনির মৃধা, দুলাল খান, আলিম বেপারী, ঠান্ডু আকন্দ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন তনাই মোল্লা, সবুজ সরদার, ফয়সাল ঢালী, জাকির সরদার, প্রিন্স আকন, ফয়সাল বেপারী, রিপন মাদবর, নাজমুল খান, নয়ন খান, আলামিন খান, শফিকুল খান, আসাদ সরদার, শফিকুল চকিদার, শাওন মাল, নাঈম আকন, শুভ তালুকদার ।
অনুষ্ঠানের শুরুতে মাদারীপুর প্রবাসীদের নিয়ে আয়োজন করা হয় কাবাডি খেলা। খেলায় বিবাহিত এবং অবিবাহিত দুই দল অংশ নেয়।
এরপরই সাংবাদিক আব্দুল হালিম নিহনের পরিচালনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দেশীয় গান ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে মাদারীপুর প্রবাসী দর্শক মাতিয়ে রাখেন রিয়াদের প্রবাসী শিল্পীরা।
প্রবাসী শিল্পীদের মধ্যে অংশ নেন, ক্ষুদে গানরাজের ইমরান, জাবেদ, ইমরান, ইউছুফ, সালাউদ্দিন, মামিতা, রফিক মণ্ডল, আচিফ, শাহিন, সফিক প্রমুখ।
অনুষ্ঠানে আগত দর্শকরা বলেন, এমন অনুষ্ঠান প্রবাসীদের জন্য আরও বেশি বেশি হওয়া দরকার। যাতে করে শত ব্যস্ততার মাঝেও প্রবাসীরা একটু বিনোদন খুঁজে পেতে পারে।
এএইচ