মরিশাসে স্বেচ্ছায় রক্ত দিলেন প্রবাসী বাংলাদেশিরা
মরিশাসের রাজধানী পোর্ট লুইসে রক্তদান কর্মসূচিতে স্বেচ্ছায় রক্ত দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে দেশটির বাংলাদেশ হাইকমিশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এ রক্তদান কর্মসূচি।
সভাপতিত্ব করেন হাইকমিশনার রেজিনা আহম্মেদ ও অনুষ্ঠান পরিচালনা করেন দূতালয় কাউন্সিলর ওহিদুল ইসলাম, মো. আনিসুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মরিশাসের স্বাস্থ্যমন্ত্রী ডা. মোহাম্মদ আনোয়ার হুসনু।
এ ছাড়া উপস্থিত ছিলেন সানাউল্লাহ, নাজমুল বাসার, ওবায়দুল করিম, আলী জুকান, আবু তালেব তুফানি, ফারহাদ অমিয়া, বাংলাদেশ কমিউনিটি নেতাসহ ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংগঠনের সভাপতি মো. হাফিজুর রহমান (হাফিজ) ও তর সংগঠনের সদস্যরা।
টি-শার্ট পরে সকাল থেকেই সার্বিক সহযোগিতা ও রক্তদানে অংশগ্রহণ করেন সংগঠনের সকল সদস্যরা। অনুষ্ঠানের শুরুতে ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংঘের পক্ষ থেকে সভাপতি মো. হাফিজ স্বাস্থ্যমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা দেন। সংগঠনের সহ-প্রচার সম্পাদক মো. আরিফ ফুলের তোড়া দিয়ে স্বাগতম জানান হাইকমিশনার রেজিনা আহমেদকে।
দূতাবাসের পক্ষ থেকে ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংঘ ও সকল প্রবাসী বাংলাদেশিকে ধন্যবাদ জানান হাইকমিশনার রেজিনা আহম্মেদ। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়াও হাইকমিশনার রেজিনা আহম্মেদকে প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
মো. হাফিজ, পোর্ট-লুইস, মরিশাস থেকে/এমআরএম