ভিয়েনায় ঈদুল ফিতর উদযাপন
যথাযথ মর্যাদায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে ভিয়েনাস্থ ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল ৭টা ৩০ মিনিটে ভিয়েনা ইসলামিক সেন্টারে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়।
দেশটির মুসল্লিরা ছাড়াও ভিয়েনায় বিভিন্ন দেশের দূতাবাসমূহের রাষ্ট্রদূতরা এ জামায়াতে উপস্থিত ছিলেন। এ ছাড়াও বাংলাদেশ কমিউনিটির মসজিদ বায়তুল মোকাররম জামে মসজিদে ঈদুল ফিতরের ৩টি জামায়াত অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮টা, সকাল ৯টা ৩০মিনিট এবং বেলা ১১টায় ঈদুল ফিতরের জামায়াত হয়। বায়তুল মোকাররম জামে মসজিদে ঈদের নামাজে উপস্থিত ছিলেন ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এম আবু জাফর, দূতালয় প্রধান রাহাত বিন জামায়াত।
ঈদের জামায়াত পরিচালনা করেন বায়তুল মোকাররম জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মওলানা ফারুক আল মাদানী। ঈদের জামায়াতে প্রবাসী বাংলাদেশিদের এক সঙ্গে আগমন যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়।
এমআরএম