ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

প্রবাস ডেস্ক | প্রকাশিত: ০৮:০৮ পিএম, ০৮ মে ২০১৯

লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী রায়া হাসানের সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠক করেছেন দেশটিতে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার। বুধবার (৮ মে) সকালে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে লেবাননে কর্মরত অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধকরণের বিষয়টি ছিল প্রধান আলোচ্য বিষয়। এছাড়াও অবৈধ কর্মীদের বৈধকরণ বা অন্য কোনো ব্যবস্থা না হওয়া পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গ্রেফতার না করা এবং যেসব কোম্পানি ও স্পন্সর বাংলাদেশি কর্মীদের কাছ থেকে আকামা ফি ও দামান আদায় করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়ে আলোচনা হয়।

labanon-2

উল্লেখ্য, লেবাননে প্রায় ৩০ হাজার অবৈধ প্রবাসী বাংলাদেশি রয়েছে। এ সকল অবৈধ প্রবাসীদের বৈধ করার ব্যবস্থা করা বা বিনা জরিমানায় দেশে যাওয়ার ব্যবস্থাসহ আরো অন্যান্য বিষয়ে তারা দীর্ঘদিন ধরে রাষ্ট্রদূতের কাছে দাবি জানিয়ে আসছিলেন।

তাদের বিভিন্ন দাবি-দাওয়ার প্রেক্ষিতেই রাষ্ট্রদূত লেবানন সরকারের সঙ্গে তাদের সমস্যার বিষয়ে আলোচনার মাধ্যমে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

labanon-1

এসময় রাষ্ট্রদূতের সঙ্গে বৈরুত দূতাবাসের শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

এসএইচএস/এমকেএইচ

আরও পড়ুন