ওমানে সাইন্স মেলায় বাংলাদেশি শিক্ষার্থী ফাহিম প্রথম
প্রতি বছরের মতো এবারও ওমানের সোহারে অনুষ্ঠিত হয়েছে সাইন্স মেলা। এ মেলায় ওমান, পাকিস্তান, ভারত ও বাংলাদেশের মোট ১৪টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশি ব্যবসায়ী আবু বকরের ছেলে ফাহিম।
বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের সাইন্স বিভাগের প্রধান জহিরুল ইসলামের উদ্যোগে এতে বাংলাদেশের শিক্ষার্থীরা অংশ নেন।
সম্প্রতি সোহারের ওয়াসিস ইন্টারন্যাশনাল স্কুলে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক আহমেদ আল ফারাজী। এ ছাড়াও সোহার বিভাগের শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র অফিসাররা উপস্থিত ছিলেন।
বিদেশের মাটিতে দেশি শিক্ষা প্রতিষ্ঠানের এমন সফলতায় মুগ্ধ প্রবাসী বাংলাদেশিরা।
ওমানে একমাত্র বাংলাদেশ ন্যাশনাল কারিকুলামে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান হলো বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ সাহাম।
এনডিএস/এমআরএম