ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

আপত্তিকর মন্তব্য : যুক্তরাজ্য বিএনপির সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা

জমির হোসেন | প্রকাশিত: ০৪:০৫ পিএম, ২০ এপ্রিল ২০১৯

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেককে ইতালি আওয়ামী লীগের নেতারা অবাঞ্ছিত ঘোষণা করেছেন। বৃহস্পতিবার বিকেলে পিয়াছা ভিত্তোরিও ফুড অব রোমা রেস্টুরেন্টে আলোচনা সভার মাধ্যমে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

সম্প্রতি গ্রিস সফরকালে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গাত্মক ছবি প্রকাশ করে। ইতালি আওয়ামী লীগের নেতারা প্রতিবাদ জানিয়ে ইউরোপে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর ফরাজী ও যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টুর নেতৃত্বে তাৎক্ষণিক এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সর্দার লুৎফর রহমান, দিন মোহাম্মদ দিনু, জামান মোক্তার, প্রচার সম্পাদক মান্নান মাতবর, রোম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি স্বপন হাওলাদার, পান্নু খান, সাধারণ সম্পাদক খলীল বন্দুকছি, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সুইট, স্বেচ্ছাসেবক লীগ ইতালির সাধারণ সম্পাদক ইকবাল ঢালী, ইতালি যুবলীগের সহ-সভাপতি মেহেদী হাসান, সদস্য রাসেল হাওলাদার, সাইদুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘এম এ মালেক শুধু শেখ হাসিনাকে নিয়ে বাজে মন্তব্য করেনি বাংলার ১৬ কোটি মানুষকে অপমান করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। লন্ডনে দূতাবাসে হামলা, সাবেক এক মন্ত্রীর ওপর হামলার মূল হোতা মালেকের বাংলাদেশের নাগরিকত্ব বাতিলেরও দাবি জানায়।’

ইউরোপের যে দেশে আসবে সে দেশেই তাকে প্রতিহত করার ঘোষণা দেন আওয়ামী নেতারা। বক্তারা আরও বলেন, ‘আমরা শুনতে পেয়েছি ইতালির পালোরমো আসবে, পালেরমো আওয়ামী লীগকে বলব মালেকের ওপর ডিম নিক্ষেপ করার জন্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর ফরাজী। পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু।

এমআরএম/এমএস

আরও পড়ুন