ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

আমিরাতে আগর আতরের গবেষণা কেন্দ্র চালুর দাবি

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন | প্রকাশিত: ১২:৪৪ এএম, ০৬ এপ্রিল ২০১৯

 

মৌলভীবাজারের বড়লেখা সুজানগরের আগর আতর মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে। সুগন্ধি এ শিল্প অর্জন করছে বৈদেশিক মুদ্রা। ৪ শত বছরের ঐতিহ্যবাহী এ শিল্পের আরও উন্নতি করতে সরকারের পক্ষ থেকে সুজানগরে আগর আতর গবেষণা কেন্দ্র চালুর দাবি জানানো হয়েছে।

আমিরাতের ফুজাইরাহতে সুজানগর ইউনিয়ন সমাজকল্যাণ ঐক্য পরিষদের অভিষেক অনুষ্ঠানে এ দাবি জানান বক্তারা। বৃহস্পতিবার ফুজাইরাহের একটি রেস্তোরাঁয় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মতিউর রহমান। সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন ও অর্থ সম্পাদক শাহীন আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন এনআরবি ব্যাংকের পরিচালক ও সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আরব আমিরাত শাখার সভাপতি আলহাজ আব্দুল করিম।

বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সহ-সভাপতি আমিন আলী, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সংগঠনের উপদেষ্টা খলিলুর রহমান খলু, উপদেষ্টা আব্দুল হাফিজ, একাত্তর টিভি প্রতিনিধি লুৎফুর রহমান ও মৌলভীবাজার প্রবাসী ভিআইপি ক্লাব আমিরাতের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন।

অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন। এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি ফয়সল আহমদ, সহ-সাধারণ সম্পাদক নুরুদ্দিন, কমিউনিটি নেতা ইমরান মাহমুদ সহ-সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সালেক মিয়া, হাফিজ উদ্দিন, দেলোয়ার হোসেন, সুনাম উদ্দিন, মাশুক আহমদ, আনা মিয়া, মাছুম আহমেদ, আমির হোসেনসহ আরো অনেকে।

এ সময় আগত রমজান মাসের জন্য এলাকার দুস্থ মানুষদের ইফতার সামগ্রী প্রদানের লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে বাজেট ঘোষণা করা হয়।

এমআরএম

আরও পড়ুন