ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

ভিয়েনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

প্রবাস ডেস্ক | প্রকাশিত: ০৫:২৯ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানী ভিয়েনার ইন্টারন্যাশনাল সেন্টারে আলোচনা সভার আয়োজন করে দেশটির বাংলাদেশ দূতাবাস। বেলা ১১টা ৩০ মিনিট থেকে শুরু হওয়া আলোচনায় উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর দূতালয় প্রধান রাহাত বিন জামান, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মালিহা শাহজাহান।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ইউনিস ভিয়েনার পরিচালক মার্টিন নেসিরকি, ইউনেভোর সহকারী মহাপরিচালক ডেনিস থাতচাইচাইওয়ালিত, ভিয়েনা সিটির সহকারী প্রধান সিলিভিয়া ফ্রিডরিক, ইউনিডোর পরিচালক কাই বেথকে, আইএইএ র পরিচালক সারগে গাস এবং সিটিবিটিওর পরিচালক জিয়াওনিং ওয়াং।

southeast

সভা শেষে আমন্ত্রিত অতিথিরা ভিয়েনা ইন্টারনেশনাল সেন্টার প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ ছাড়াও ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি এম হাফিজুর রহমান খন্দকার নাসিম, সহ-সভাপতি রুহি দাস সাহা, গাজী মোহাম্মদ, বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনার সভাপতি রবিন মোহাম্মদ আলী, নোয়াখালী সমিতির সভাপতি আবুল কাশে রাসেল এবং সাধারণ সম্পাদক সাইফ, বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এমরান হোসেন, রানা বখতিয়া, মোশাররফ হোসেন আজাদ সহ প্রবাসী বাংলাদেশিরা।

হাসান তামিম, ভিয়েনা অস্ট্রিয়া থেকে

এমআরএম

আরও পড়ুন