ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

ইতালিতে ভাষা শহীদদের সাংবাদিকদের শ্রদ্ধা

জমির হোসেন | প্রকাশিত: ১২:৪১ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

 

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। কালজয়ী এ গান সব শহীদের কথা স্মরণ করিয়ে দেয় অকপটে। তাই জন্ম জন্মান্তরে চিরস্মরণীয় এ গানের মাঝে ভাষা শহীদদের আত্মহুতির প্রতিচ্ছবি ভেসে উঠে। মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সবার মতো ইতালি প্রবাসী সাংবাদিকদের সংগঠন অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব এবং ইতালি বাংলা প্রেস ক্লাব শহীদদের বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে।

southeast

রোমে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে পিয়াচ্ছা ভিত্তোরিও অস্থায়ী শহীদ মিনারে সংগঠনের সদস্যরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জমির হোসেন, ইতালি বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন, স্বপন দাস, সদস্য আরিফুল হক, সিয়াম উদ্দিন ফুলেল শুভেচ্ছার পাশাপাশি এক মিনিট নীরবতা পালন করেন ভাষা শহীদদের শ্রদ্ধায়।

অন্যদিকে বাংলাদেশ সমিতি আয়োজিত রোমের লার্গো প্রেনেসতিনার অস্থায়ী শহীদ বেদীতে শ্রদ্ধা জানান ইতালি বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শিমুল রহমান, প্রচার সম্পাদক তারেক হাসান, সদস্য আলম শাহ, রবীন ঢালী, ভেনিসে প্রেস ক্লাবের প্রকাশনা সম্পাদক আসলামুজ্জামান, আন্তর্জাতিক সম্পাদক জুম্মান মাতবর অনিক এবং নাপলীতে ক্রিয়া সম্পাদক মোল্লা মনিরুজ্জামান মনির অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এমআরএম

আরও পড়ুন