ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

ইতালিতে এনআরবি টিভির চতুর্থ বর্ষপূর্তি উদযাপন

জমির হোসেন | প্রকাশিত: ০৪:৫৮ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯

কানাডার একমাত্র বাংলা স্যাটেলাইট টেলিভিশন এনআরবির চতুর্থবর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে গত শুক্রবার রাত
৮টায় ইতালির ফ্রান্সেসকা বারাক্কা রোডের রসই রেস্টুরেন্টে আলোচনাসভা ও বর্ষপূর্তির কেক কাটার আয়োজন করা হয়।

এনআরবি টেলিভিশন ইউরোপ প্রতিনিধি মনিকা ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন রোম বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আশরাফুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রবাসে এক একজন বাংলাদেশি এক একটা রাষ্ট্রদূত কারণ আপনারা যখন ইতালিয়ানদের সঙ্গে কথা বলেন তখন বাংলাদেশকে উপস্থাপন করেন তাই বেসরকারি হিসেবে সেখানে আপনিও রাষ্ট্রদূত। সরকারি পর্যায়ে আমাদের রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার।

বিশেষ অতিথি বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব শেখ সালেহ আহমেদ বলেন, সংবাদ প্রচারের ক্ষেত্রে যেন নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ হয়। সেদিকে সাংবাদিকদের সতর্ক থাকতে বলেন এবং এনআরবির সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে ভিডি কনফারেন্সে এনআরবি টেলিভিশনের সিও শহীদুল ইসলাম মিন্টু বলেন, এনআরবি কানাডা ও আমেরিকার গন্ডি পেরিয়ে এখন ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের সুখ-দুঃখ তুলে ধরতে কাজ করবে। তাই সবার সহযোগিতা চাই। উপস্থিত দূতাবাসের কর্মকর্তাদের উদ্দেশ্য তিনি বলেন, আশা করি বাংলাদেশিদের স্বার্থে দূতাবাস সাংবাদিকদের যেকোনো বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

লন্ডন থেকে প্রচারিত চ্যানেল এস টিভির রোম প্রতিনিধি রিয়াজ হোসেনের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইতালি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাসান ইকবাল, বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি কাজী মনসুর আহমেদ শিপু, সাধারণ সম্পাদক মনজুর আহমেদ, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোক্তার জামান, জাগো নিউজের ইতালি প্রতিনিধি জমির হোসেন, প্রেস ক্লাব উপদেষ্টা শাহ আলম, সভাপতি খান রিপন, ধূমকেতু অনলাইন টিভি সিও শিমুল রহমান, জিটিভি ইতালি প্রতিনিধি শাহীন খলিল কাউসার, ফটো সাংবাদিক আরিফুর রহমান, প্রচার সম্পাদক তারেক হাসান প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ বাংকার সমিতি রোম ইতালির পক্ষে জিএম ওমর ফারুক বক্তব্য দেন। পরে চতুর্থবর্ষে পদার্পণের কেক কাটা হয়। এরপর রোমের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহেরুল ইসলামের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক বাংলাদেশ সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু, মহিলা নেত্রী সানজিদা আহমেদ ববিসহ সামাজিক রাজনৈতিক, ব্যবসায়িক ও আঞ্চলিক সমিতির নেতারা।

জেএইচ

আরও পড়ুন