মালয়েশিয়ায় দুই বাংলাদেশির লাশ উদ্ধার
হাত, পা ও চোখ বাঁধা অবস্থায় মালয়েশিয়ায় দুই বাংলাদেশি শ্রমিকের লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ।
রোববার কুয়ালালামপুর শহরের জালান পুডু এবং গুমবাক নামক জায়গা থেকে ওই দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।
যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন, ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর থানার মরিচা খালপার গ্রামের রুসন মিয়ার ছেলে মো. শিপন মিয়া এবং অপরজন হলেন একই থানার বাসিন্দা কানাইনগর গ্রামের কালা মিয়ার ছেলে মো. নাসির উদ্দিন।
ওই দুই শ্রমিক যেখানে থাকতেন সেখানকার অন্য বাংলাদেশি শ্রমিকরা জানিয়েছেন, তারা একটি আবাসিক হোটেলে চাকরি করতেন। একই রুমে থাকতেন।
কী কারণে তাদের হত্যা করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। পুলিশ বলছে তদন্ত চলছে।
এনএফ/জেআইএম