ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

আমিরাতে আ.লীগের নির্বাচনী প্রচারণা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন | প্রকাশিত: ০৪:৫০ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন। নৌকা মার্কা বিজয়ের কোন বিকল্প নেই উল্লেখ করে নেতারা শেখ হাসিনার ভিশন ২০২১-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

সোমবার রাতে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় নূর আল জামান হোটেলের হলরুমে আয়োজিত নির্বাচনী প্রচারণা সভা ও হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বাংলাদেশ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ এনামুল হককে দেয়া সংবর্ধনা সভায় বক্তারা এসব বলেন।

বক্তারা বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতিকে গতিশীল রাখতে মুক্তিযুদ্ধের ধারক-বাহক জাতির জনক বঙ্গবন্ধু’র প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে আমিরাত প্রবাসীরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

সংগঠনের আহ্বায়ক বচন মিয়া তালুকদারের সভাপতিত্বে ও সাবেক সভাপতি আবদুল আউয়ালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আমিরাত আওয়ামী লীগ সভাপতি প্রকৌশলী মনোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন আরব আমিরাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী এস এম মহিউদ্দিন ইকবাল।

বিশেষ অতিথি ছিলেন দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান মিয়াজী, আওয়ামী লীগ নেতা মাস্টার আজিমউদ্দিন, যুবলীগ নেতা মোহাম্মদ জুয়েল ও আসমত আলী। বক্তব্য রাখেন- আলী আমজাদ হাজী আবদুল মতিন, শাহিন মিয়া, ছাত্রলীগ শারজাহ শাখার সভাপতি মোহাম্মদ নাসির, দুবাই শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহান আহমেদ, মোহাম্মদ ফারুক আহমেদসহ আরো অনেকে।

এমআরএম/জেআইএম

আরও পড়ুন