আ.লীগ থাকলে গ্রাম হবে শহর : বঙ্গবন্ধু পরিষদ শারজাহ
সমৃদ্ধশালী বাংলাদেশ ও গ্রামকে শহর বানানোর লক্ষ্যে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে নৌকার প্রার্থীকে জয়ী করতে সবাইকে আহ্বান জানান বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি শারজাহ নেতারা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে গ্রামকে শহর বানানো হবে বলেও জানান বক্তারা।
শারজাহ বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ২১ ডিসেম্বর স্থানীয় একটি হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোরশেদ মোবারকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের লেবার কাউন্সিলর এ এস এম জাকির হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালের অধ্যাপক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নাজনীন সুলতানা, উপদেষ্টা হাফেজ আব্দুল হক, মোহাম্মদ নাছির উদ্দিন খোকন।
এ ছাড়া বক্তব্য দেন, মাঝার উল্লাহ মিয়া, কাজী মোহাম্মদ আলী, উপদেষ্টা আব্দুল কুদ্দুস মোল্লা, আমিরার আওয়ামী লীগের উপদেষ্টা মাজাহার উল্লাহ মিয়া, প্রকৌশলী আবুহেনা, আমিরার আওয়ামী লীগে সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউসুফ, বঙ্গবন্ধু পরিষদ নাসিরিয়া শাখার প্রধান উপদেষ্টা সালা উদ্দিন হেলাল, মীর আহম্মদ, আনসারুল হক আনসার, নাসিরিয়া শাখার সভাপতি আবু সুফিয়ান সেলিম।
একে আজাদ, ছৈয়দ নূর, সরোয়ার আলম, মাহফুজ আলম, মৌলনা হারুন, মুহাম্মদ মামুন, আলি মুসা শাখার সভাপতি আব্দুল খালেক মিলন, শুরুতে স্বাগত বক্তব্য দেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন খোকন প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মুহাম্মদ আলমগীর, মিন্টু দে, বাবর, হাবীব, নুরুল আমিন, মনসুর, অহিদ।
এমআরএম/আরআইপি