ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

রোম দূতাবাসে বিজয় দিবস উদযাপন

জমির হোসেন | ইতালি থেকে | প্রকাশিত: ০৮:০০ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৮

ইতালির রোমে মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস। ৪৮তম বিজয় দিবস উপলক্ষে দূতাবাসের উদ্যোগে শিশু-কিশোরদের কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রোববার স্থানীয় সময় সকাল ১০টায় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার। প্রধান অতিথির আলোচনা শেষে অনুষ্ঠানে রাষ্টপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এ সময় ইকোনমিক কাউন্সিলর মানস মিত্র, প্রথম সচিব আরফানুল হক, শেখ সালেহ আহমেদ, রাজীব ত্রিপুরা, শেখ শামীম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, ইতালি মহিলা লীগ সাধারণ সম্পাদক নয়না আহমদ প্রমুখ।

এসআর/আরআইপি

আরও পড়ুন