ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মালয়েশিয়ায় ধানের শীষের নির্বাচনী প্রচারণা

আহমাদুল কবির | মালয়েশিয়া | প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৮

মালয়েশিয়ায় কক্সবাজার জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ধানের শীষের প্রচারণা শুরু হয়েছে। ১৫ ডিসেম্বর কুয়ালালামপুরের ফাস্ট বিজনেস ইন হোটেলের হলরুমে আলোচনা সভার মধ্য দিয়ে প্রচারণা শুরু করে কক্সবাজার জাতীয়তাবাদী ফোরাম।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং খালেদার জিয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কক্সবাজার ১ অ্যাডভোকেট হাসিনা আহমেদ, কক্সবাজার ৩ লুৎফুর রহমান কাজল, কক্সবাজার ৪ শাহাজান চৌধুরীসহ বাংলাদেশের সকল ধানের শীষের মনোনীত প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে প্রবাসীদের কাছে ভোট কামনা করা হয়।

ইরফান ছাদিকীর অনুষ্ঠান পরিচালনায় কক্সবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম, মালয়েশিয়া শাখার সভাপতি ইমন সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মির্জা খোকন, বিশেষ অতিথি প্রধান উপদেষ্টা কাজী এহছান উল্লাহ জাহিদ, উপদেষ্টা রায়হান সিদ্দীকী, মালয়েশিয়া বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অলি উল্লাহ জাহিদ, সহ-সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সম্পাদক কাউছার ভুইয়া উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন মালয়েশিয়া যুবদলের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগর, ডেমরা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হেলাল উদ্দীন, যুবদলের জাহাঙ্গীর হাওলাদার, মহানগর যুবদল সভাপতি শামীম রেজা, সিনিয়র যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, সিমুলিয়া যুবদল সভাপতি খালেদ হাসান রিপন, সাধারণ সম্পাদক শেখ সেলিম, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক আমজাত হোসেন মৃধা, বিলাল উদ্দীন, ওবাইদুল রহমান তানবীর, রায়হান সিদ্দিকী, মো. তোফাইদুল ইসলাম, রুম্মান উদ্দীন জিয়া, সালাউদ্দিন কাজল, হিজবুল্লাহ, ইরফানুল হক আরেফীন, আবু হানিফ রানা, আলমাস উদ্দীন, সাইফুল ইসলাম প্রমুখ।

jagonews

সভায় বক্তারা বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, গণতন্ত্র মুক্তির আন্দোলন। মানুষের শান্তি ফিরিয়ে আনতে, দেশে গিয়ে ভোট কেন্দ্র থেকে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে।

আলোচনা সভায় মালয়েশিয়াস্থ কক্সবাজার জেলা জাতীয়তাবাদী ফোরামের নেতা-কর্মীর উদ্দেশ্যে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে সাবেক চার বারের নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত ধানের শীষের একক প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী এবং কক্সবাজার জেলা বিএনপির দফতর সম্পাদক ইউসুফ বদরী।

এমআরএম/আরআইপি

আরও পড়ুন