ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

ওমান-বাংলাদেশি ব্যবসায়ীদের মেলবন্ধনের উদ্যোগ

বাইজিদ আল-হাসান | প্রকাশিত: ০৫:২০ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৮

ওমানে প্রথমবারের মতো সব বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে ‘বাংলাদেশ বিজনেস কাউন্সিল ওমান’ (প্রস্তাবিত) করার উদ্যোগ নিয়েছে দেশটির বাংলাদেশি ইনভেস্টররা। বাংলাদেশ এবং ওমানের মাঝে ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন ও ওমানে বাংলাদেশি ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ-সুবিধার লক্ষ্যে এই উদ্যোগ বলে জানা গেছে।

ইতোমধ্যে এই বিষয় নিয়ে বাংলাদেশ দূতাবাস ওমানে আলোচনা করা হয়। দূতাবাসের পক্ষ থেকেও সাধুবাদ জানিয়েছেন রাষ্ট্রদূত মো. গোলাম সরওয়ার। তিনি এই মহৎ উদ্যোগের জন্য বাংলাদেশি ব্যবসায়ীদের ধন্যবাদ জানান।

এ উপলক্ষে আগামী বুধবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় মাস্কাটের অভিজাত পাঁচ তারকা হোটেলে ‘গ্রান্ড মিলেনিয়াম’ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় ওমানে যে সকল বাংলাদেশি ব্যবসায়ী ইনভেস্টর হিসেবে আছেন তাদের যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা যাবে আবুল হাসান- ৯৯৩৮৬৫৪৮

এমআরএম/আরআইপি

আরও পড়ুন