ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

আবুধাবীতে ঈদে মিলাদুন্নবী উদযাপন প্রবাসীদের

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন | সংযুক্ত আরব আমিরাত | প্রকাশিত: ০৮:৩৯ এএম, ০৭ ডিসেম্বর ২০১৮

সংযুক্ত আরব আমিরাতের রাজধানি আবুধাবীতে রাঙ্গুনিয়া প্রবাসী লোকমান হোসেনের পৃষ্ঠপোষকতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে আলোচক ছিলেন মাওলানা ইসমাঈল কুতুবী।

বৃহস্পতিবার স্থানীয় এক হলে অনুষ্ঠিত মাহফিলে লোকমানের সভাপতিত্বে মোহাম্মদ ইউনুছ, আব্দুল আলিম, মোহাম্মদ জাকেরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মাহফিলে বক্তরা বলেন, বিশ্ব নবী (স.) মানব জীবনের মুক্তি ও কল্যাণের জন্য আজীবন কাজ করে গেছেন। তার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দুনিয়া ও আখিরাতের মুক্তির সনদ পাওয়া যাবে। মুসলিম বিশ্বে আজ তার অনুসরণ অনুকরণ থেকে দূরে সরে পড়ে যাওয়ায় হিংসা বিদ্বেষ বেড়ে গেছে। ইসলাম বিদ্বেষী একটি মহল শান্তির ধর্ম ইসলামকে জঙ্গিবাদের ধর্ম হিসেবে মানুষের কাছে উপাস্থাপন করে মুসলিম সমাজকে হেয় করার পায়তারা করছে, তাদের এমন অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তারা।

জেডএ/এমএস

আরও পড়ুন