ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

আমিরাতে বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশি যুবকের মৃত্যু

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন | প্রকাশিত: ০৩:৫০ এএম, ২২ নভেম্বর ২০১৮

সংযুক্ত আরব আমিরাতে পশ্চিমা জোন নামে খ্যাত লেওয়াতে কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্টে মনির হোসেন (৩৩) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত যুবক লক্ষ্মীপুর জেলার শ্যামগঞ্জের অলিউল্লাহ ব্যাপারীর বাড়ির মৃত তোফায়েল আহমদের দ্বিতীয় ছেলে।

মঙ্গলবার (২০ নভেম্বর) সকালে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনতলা থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান মনির। তিনি ১০ বছর ধরে আল আইনের ইউছুফ জেনারেল কন্ট্রাটিং কোম্পানিতে কর্মরত ছিলেন।

তার মরদেহ লেওয়া হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন আবুধাবি বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আরমান উল্লাহ চৌধুরী।

ইতিপূর্বে মনিরের বাবা ও বড় ভাই আমিরাতে দুর্ঘটনায় মারা যান। এক ছেলে ও এক মেয়ের সংসারে উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারটি অসহায় হয়েছে বলে জানান তার ছোট ভাই রাশেদ।

বিএ

আরও পড়ুন